Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st সেপ্টেম্বর ২০২৪

সাংগঠনিক কাঠামো এবং জনবল

ই আর এল একটি অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা পদ্ধতিতে পরিচালিত হয় যেখানে উৎপাদন কর্মকান্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কর্মকর্তা-কর্মচারীর অবদান সমান গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচ্য হয়। প্রতিদ্বন্দ্বিতামূলক বাণিজ্যিক পরিমন্ডলে কোম্পানী তার কর্মকর্তা এবং কর্মচারীদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে লক্ষমাত্রা অর্জনে সচেষ্ট। ব্যবস্থাপনা পরিচালক ই আর এল-এর প্রধান নির্বাহী এবং একইসাথে বোর্ডের একজন সম্মানিত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপকগণ তাদের অধীনস্থ কর্মকর্তা এবং কর্মচারী সমন্বয়ে বিভিন্ন বিভাগ, উপ-বিভাগ এবং শাখার দায়িত্বসমূহ পালন করে থাকেন। ই আর এল-এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপঃ 

                                                                                                   ERL Organogram
 
মানবসম্পদ
 
ই আর এল সুশিক্ষিত, প্রশিক্ষিত এবং পেশাগত দিক থেকে দক্ষ মানবসম্পদকে পুঁজি করে এর সামগ্রিক কর্মকান্ড পরিচালনা করে থাকে। জানুয়ারী ২০২৪-এর হিসেব অনুযায়ী সর্বমোট ৬৫২ (১৬৬ জন কর্মকর্তা, ৪৮৬ জন কর্মচারী) জন মানবসম্পদ প্রতিষ্ঠানটির রূপকল্প এবং অভিলক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলেছে। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট-এর মাধ্যমে ই আর এল সর্বদা এর মানবসম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনার প্রতি সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকে। 
 

মানবসম্পদের বর্তমান চিত্র (জুলাই ২০২৪-এর হিসেব অনুযায়ী)

মানবসম্পদের ধরণ  সংখ্যা (জন)
স্থায়ী কর্মকর্তা   ১৫৭
অস্থায়ী কর্মকর্তা   
                 প্রবেশনারী ইঞ্জিনিয়ার            ১০
                 ম্যানেজমেন্ট প্রফেশনাল            ০১
                  অফিসার            ০১
স্থায়ী কর্মচারী ৪৭৮
অস্থায়ী কর্মচারী         
               স্টাফ           ০১
               ট্রেইনী            ০০